একাকী রাতের তুমি

 একাকী রাতের তুমি

-আলমগীর কাইজার


প্রতিটি নিঃশব্দ রাত কেটে যায়,
সবাই যখন ঘুমিয়ে পড়ে
তখন তুমি আসো, খুব কাছে গোপনে
আঘাত করো বুকে, কেঁদে ওঠে চোখ
ভিজে যায় কপোল,  ভেজে ডাইরি
তুমি আঘাত করো বুকে, কাঁদি একাকী।

যদি তুমি বুঝতে, তবে তুমি আসতে
সকল বাঁধা পিছনে ফেলে, এই রাতে
জানি তুমি কাঁদছো, হয়তো ভালো নেই
আমিও ভালো নেই, আজ একাকী
প্রিয় মানুষ দূরে রেখে, স্বপ্নে ভেবে ভেবে
কেউ কি ভালো থাকে কখনো, এই ভবে।

আমি দাঁড়িয়ে থাকি বারান্দায় অন্ধকারে
দূরে আলো জ্বলে গাছের পাতার ফাঁকে
আমি তাকিয়ে থাকি, দেখি না কিছু চোখে
দৃষ্টিশক্তি গুলিয়ে গেছে অন্ধকারে মিশে,
ভাবি, তোমার কথা ভাবি, তুমি আসবে
জানি তুমি আসবে না, তবু তুমি আসবে।

No comments

Powered by Blogger.