বই নিয়ে বিখ্যাত বাণী

 ১) বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয়না।
-সৈয়দ মুজতবা আলী

২) একটি ভালো বই হলো বর্তমান ও চিরকালের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু।
-টুপার

৩) বই হচ্ছে মস্তিষ্কের সন্তান।
-সুইফট

৪) পৃথিবীর আর সব সভ্যজাত যতই চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত, আমরা ততই আরব্য উপন্যাসের একচোখা দৈত্যের মতো ঘোঁত্ ঘোঁত্ করি, আর চোখ বাড়াবার কথা তুলতেই চোখ রাঙাই। চোখ বাড়াবার পন্থাটা কি? প্রথমতঃ বই পড়া এবং তার জন্য দরকার বই পড়ার প্রবৃত্তি।
— সৈয়দ মুজতবা আলী

৫) যদি বইটা হয় পড়ার মতো তা কেনার মতো বই।
— জন রাসকিন

৬)বই কিনলেই যে পড়তে হবে, এটি হচ্ছে পাঠকের ভুল। বই লেখা জিনিসটা একটা শখমাত্র হওয়া উচিত নয়, কিন্তু বই কেনাটা শখ ছাড়া আর কিছু হওয়া উচিত নয়।
— প্রমথ চৌধুরী

সংগৃহীত ছবিঃ বইয়ের তাক 
৭)  বই বিশ্বাসের অঙ্গ, বই মানব সমাজকে টিকাইয়া রাখিবার জন্য জ্ঞান দান করে। অতএব, বই হইতেছে সভ্যতার রক্ষাকবচ।
— ভিক্টর হুগো

৮) বই লেখাটা নিষ্পাপ বৃত্তি এবং এতে করে দুষ্কর্ম থেকে নিজেকে রক্ষা করা যায়।
— বার্ট্রান্ড রাসেল

৯) একবার যার পড়ার নেশা লেগেছে, সেকি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্তও তা ছাড়তে পারবে?
—মুহম্মদ মনসুর উদ্দীন

১০) ছাপাখানার কল্যাণে আজকাল ভাল বই খারাপ বই একইভাবে সজ্জিত হইয়া বাহির হয়। তৃতীয় শ্রেণির পুস্তকও সমালোচকদের প্রশংসা লাভ করে এবং বিজ্ঞাপনের কৌশলে প্রথম শ্রেণির পুস্তকের পাশে সমগৌরবে স্থান পায়।
—বনফুল

১১) যে বই পড়েনা,তার মধ্যে মর্যাদাবোধ জন্মেনা।
-পিয়ারসন স্মিথ

১২) গৃহের কোনো আসবাবপত্র বইয়ের মতো সুন্দর নয়।
-সিডনি স্মিথ

১৩) কতকগুলো বই সৃষ্টি হয় আমাদের শিক্ষা দেবার জন্য নয়, বরং তাদের উদ্দেশ্য হলো আমাদের এই কথা জানানো যে, বইগুলোর স্রষ্টারা কিছু জানতেন।
— গ্যেঁটে

১৪) বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনদিন ঝগড়া হয় না, কোনদিন মনোমালিন্য হয় না।
— প্রতিভা বসু

১৫) আইনের মৃত্যু আছে কিন্ত বইয়ের মৃত্যু
নেই।
-এনড্রিউ ল্যাঙ










তথ্য সূত্রঃ ইন্টারনেট।

No comments

Powered by Blogger.