সুকন্যা

 সুকন্যা

-আলমগীর কাইজার


আমি কেউ নয় তার, কী যোগ্যতা আমার
কেন সে চিনবে আমার, কী প্রয়োজন তার?
আমিতো রাস্তার পাশের ঘাস, অবহেলিত
চিনেছি তাকে অবেলায় আচমকা দেখাতে।
সেতো রাজকুমারী স্বর্ণের দেহ, মহা দামী
কেনো সে কুড়োবে রাস্তার পাশের ঘাসফুল,
আমি পায়ে পেষা ঘাসফুল, নগণ্য অতি
তার ফুলদানিতে কতো দামি দামি ফুল!
সে সুকন্যা,সে রাজকন্যা, স্বর্গে তার বসবাস
সে কেন আসবে মাটির ঘরে, বন্ধ হবে শ্বাস,
আমি দেখেছি তাকে বহু দূর থেকে বহুদিন
এদেখা কম কি আমার, কাটবে যাবে দিন।
সে সুখে রবে বহুকাল, রাজকুমারের বুকে
আমি দেখে যাবো, আমিও রবো মহাসুখে
সুকন্যা সুখে রবে, বড় পাওয়া কী এর চেয়ে?
আমিও বাঁচবো সেই সুখকাঁটার নিচে বিঁধে । 

No comments

Powered by Blogger.