তুমি কথা বোলো না -আলমগীর কাইজার

তুমি কথা বোলো না
-আলমগীর কাইজার

তুমি কথা বোলো না
চুপ থাকো কিছুক্ষণ, আমি এখন স্বপ্নের পথের পথিক,
তুমি আর হাত বাড়িয়ো না, থামাও তোমার আঙুল,
তোমার প্রেম এত গভীর কোরো না, একটু থামো,
নইলে তোমার আঙুল আমার হৃদপিণ্ড স্পর্শ করবে।

তুমি একটু স্থির হও,
শুকনো ডাল ফেটে যেমন পাতারা সৌন্দর্য ছড়ায়,
তেমনি আমার হৃদপিণ্ডে ভালোবাসা পাতা মেলেছে,
যারা দূরে রয়ে গেলো তারা কাছে আসুক, পার্থনা করি,
তারাও একটু ভালবাসার স্পর্শ পাক, পবিত্র ভালোবাসা।

তুমি চোখ বোজো কয়েক মিনিট,
তোমার চোখে সকল সৌন্দর্য দেখতে চাই একবার,
তোমার চোখে আমি ভাসবো, তুমি না চাইলেও ভাসবো,
এই মুহূর্তে পৃথিবীর সব সৌন্দর্য ভাসছে তোমার চোখে,
তুমি দেখছো তাকিয়ে আবাক চোখে, টিয়া পাখির ঠোঁট।

No comments

Powered by Blogger.