দুঃখের তুলনা-কৃষ্ণচন্দ্র মজুমদার
দুঃখের তুলনা
-কৃষ্ণচন্দ্র মজুমদার
-কৃষ্ণচন্দ্র মজুমদার
একদা ছিল না 'জুতো' চরণ-যুগলে
দাহিল হৃদয় মম সেই ক্ষোভানলে।
ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে,
গেলাম ভজনালয়ে ভজন কারণে!
দেখি তথা এক জন, পদ নাহি তার,
অমনি 'জুতো'র খেদ ঘুচিল আমার,
পরের অভাব মনে করিলে চিন্তন
নিজের অভাব ক্ষোভ রহে কতক্ষণ?
'হায়! আমি এলেম একি ঘোর কাননে,
নিশির আঁধারে পথ, না দেখি নয়নে,
শীতের দাপটে কাঁপে থর থর কায়,
নাই তায় গায় কিছু, উহু প্রাণ যায়!'
এইরূপে পথহারা পান্থ এক জন
নিশিতে করিতেছিল কাননে রোদন।
এমন সময় তারে এমন সময়,
জলদ গম্ভীর নাদে ডেকে কেহ কয়,-
'হে পথিক! চুপ কর, করো না রোদন,
একবার এসে মোরে কর দরশন।
বটে তুমি শীতে অতি যাতনা পেতেছ,
কিন্তু তবু মৃত্তিকার উপরি রয়েছ।
পড়িয়াছি আমি এই কূপের ভিতরে,
রহিয়াছি দুটি চাক ধরিয়া দুকরে,
গলাবধি জল ডোবা সকল শরীর,
রাখিয়াছি কোন রূপে উচি করি শির!
দেও তুমি ঈশ্বরের--কৃতজ্ঞ অন্তরে,
-ধন্যবাদ, পড়নি যে কূপের ভিতরে।'
দাহিল হৃদয় মম সেই ক্ষোভানলে।
ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে,
গেলাম ভজনালয়ে ভজন কারণে!
দেখি তথা এক জন, পদ নাহি তার,
অমনি 'জুতো'র খেদ ঘুচিল আমার,
পরের অভাব মনে করিলে চিন্তন
নিজের অভাব ক্ষোভ রহে কতক্ষণ?
'হায়! আমি এলেম একি ঘোর কাননে,
নিশির আঁধারে পথ, না দেখি নয়নে,
শীতের দাপটে কাঁপে থর থর কায়,
নাই তায় গায় কিছু, উহু প্রাণ যায়!'
এইরূপে পথহারা পান্থ এক জন
নিশিতে করিতেছিল কাননে রোদন।
এমন সময় তারে এমন সময়,
জলদ গম্ভীর নাদে ডেকে কেহ কয়,-
'হে পথিক! চুপ কর, করো না রোদন,
একবার এসে মোরে কর দরশন।
বটে তুমি শীতে অতি যাতনা পেতেছ,
কিন্তু তবু মৃত্তিকার উপরি রয়েছ।
পড়িয়াছি আমি এই কূপের ভিতরে,
রহিয়াছি দুটি চাক ধরিয়া দুকরে,
গলাবধি জল ডোবা সকল শরীর,
রাখিয়াছি কোন রূপে উচি করি শির!
দেও তুমি ঈশ্বরের--কৃতজ্ঞ অন্তরে,
-ধন্যবাদ, পড়নি যে কূপের ভিতরে।'
No comments