অমীমাংসিত সন্ধি - হেলাল হাফিজ

অমীমাংসিত সন্ধি

 - হেলাল হাফিজ


তোমাকে শুধু তোমাকে চাই, পাবো? 
পাই বা না পাই এক জীবনে তোমার কাছেই যাবো। 
 
ইচ্ছে হলে দেখতে দিও, দেখো 
হাত বাড়িয়ে হাত চেয়েছি রাখতে দিও, রেখো 
 
অপূণতায় নষ্টে-কষ্টে গেলো 
এতোটা কাল, আজকে যদি মাতাল জোয়ার এলো 
এসো দু’জন প্লাবিত হই প্রেমে 
নিরাভরণ সখ্য হবে যুগল-স্নানে নেমে। 
 
থাকবো ব্যাকুল শর্তবিহীন নত 
পরস্পরের বুকের কাছে মুগ্ধ অভিভূত। 
 

No comments

Powered by Blogger.