স্বপ্নের দেশ
স্বপ্নের দেশ
-আলমগীর কাইজার
স্বপ্ন দেখি স্বপ্নের মতো
হবে আমার দেশ,
এক জীবনে এই স্বপ্নের
হবে না'কো শেষ।
একদিন মোদের সবই রবে
আমার সোনার দেশে,
এমন দিনের স্বপ্ন দেখি
অনেক ভালোবেসে।
জ্ঞান বিজ্ঞান জয় করে
গড়বো মোরা দেশ,
স্বপ্নের দেশে থাকবো মোরা
থাকবো সবাই বেশ।
No comments