প্রিয় উক্তি - শেখ মুজিবুর রহমান
(একটা জেলখানার ঘটনা)
একদিন দাঁড়াইয়া পাগলের গোসল দেখছি। এক পাগলের গোসল হয়ে গেছে সে কাঁপতে কাঁপতে আমাদের কাছে এসে দাঁড়াইয়া রোদ পোহাচ্ছে। আর একজন পাগলকে কয়েকজন কয়েদি ধরে এনে গোসল করাচ্ছে। যে পাগলটা আমাদের কাছে দাঁড়াইয়া রোদ পোহাচ্ছে সে আমাকে বলে, ‘কি দেখেন, এগুলি সব পাগল, খুব পাগলামি করে।’ আমি তো হেসেই অস্থির। নিজে যে পাগল তা ভুলেই গেছে।
- শেখ মুজিবুর রহমান
No comments