আমি ঘুমের পক্ষে নই - নির্মলেন্দু গুণ

আমি ঘুমের পক্ষে নই
- নির্মলেন্দু গুণ

আমি ঘুমের পক্ষে নই
আমি রাত জেগে বসে থাকি একা।
পুরোপুরি একা, সে কথা বলা যাবে না,
একটা বালিশও থাকে আমার পাশে।
মাথার উপরে ঘোরে বিদ্যুতের পাখা।
আজকাল বিদ্যুৎ সহজে যায় না।

ইচ্ছে করলে আমিও ঘুমাতে পারি,
আমার নিদ্রার নিয়ম জানা আছে।
১০০ ৯৯ ৯৮ ৯৭ ৯৬ ৯৫ ৯৪ ৯৩ ৯২ ৯১,,,,,
ব্যস, ঘুম এসে গেল, এবার ঘুমাও।

কিন্তু ঘুমাতে আমার ইচ্ছে করে না।
ঘুমানোর চেয়ে আমি রাত জেগে
আজেবাজে চিন্তা করতে ভালোবাসি।
চিন্তার সুখ যৌনসুখের চেয়ে বেশি।

আমার মোট চিন্তার সংখ্যা কত হবে,
আমি তা ঠিক বলতে পারব না।
তবে আন্দাজে বলি, পঁচিশ হাজার।
পঁচিশ কেন ছাব্বিশ নয়? সাতাশ নয়?
এসব প্রশ্ন আমি একদম পছন্দ করি না।

প্লিজ, আমাকে একটু একা থাকতে দিন।
সময়ের সঙ্গে আমার কিছু কথা আছে।

No comments

Powered by Blogger.