ক্যাকটাস - হেলাল হাফিজ

ক্যাকটাস
- হেলাল হাফিজ

দারুন আলাদা একা অভিমানী এই ক্যাকটাস। 
যেন কোন বোবা রমণীর সখী ছিলো দীর্ঘকাল 
কিংবা আজন্ম শুধু দেখেছে আকাল 
এরকম ভাব-ভঙ্গি তার। 
ধ্রুপদী আঙিনা ব্যাপী 
কন্টকিত হাহাকার আর অবহেলা, 
যেন সে উদ্ভিদ নয় 
তাকালেই মনে হয় বিরান কারবালা। 
 
হয় তো কেটেছে তার মায়া ও মমতাহীন সজল শৈশব 
অথবা গিয়েছে দিন 
এলোমেলো পরিচর্যাহীন এক রঙিন কৈশোর, 
নাকি সে আমার মত খুব ভালোবেসে 
পুড়েছে কপাল তার আকালের এই বাংলাদেশে। 
 
বোকা উদ্ভিদ তবে কি 
মানুষের কাছে প্রেম চেয়েছিলো? 
চেয়েছিলো আরো কিছু বেশি। 
 

No comments

Powered by Blogger.