বই পড়া

একই বই বারবার পড়া যাবে কিন্তু ভিন্ন ভিন্ন বই পড়বো না কেনো? 

যে মানুষটি একই ধরনের বই পড়ে সে সীমাবদ্ধ হয়ে যায়। সমস্ত পৃথিবীকে সে দেখতে শুরু করে তার ওই নির্দিষ্ট সীমাবদ্ধ একক দৃষ্টিভঙ্গি দিয়ে। সত্য কথা বলতে কি, আমরা সকল কিছু দেখি আমাদের নিজেদের অন্তরের চোখ দিয়ে। আমাদের অন্তর যেমন, বস্তুর প্রতি আমাদের ধারণাও ঠিক তেমনি হয়ে ওঠে।

তাই অন্তরকে বিকশিত করতে হবে ভিন্ন ভিন্ন দর্শন আর ভিন্ন ভিন্ন বই দিয়ে, অন্তর বিকশিত হলে আত্মদর্শন শক্তিশালী হবে। আর যে মানুষটির আত্মদর্শন যতো বিকশিত, সেই মানুষটি ততো সুন্দর। একজন বিকশিত আত্মদর্শন সম্পূর্ণ মানুষ কখনো কাউকে আঘাত করতে পারেনা, পারেনা কোনো অন্যায়-অপরাধ করতে, সে ধীরে ধীরে ফলবান বৃক্ষের মতো বিনয়ী হয়ে ওঠে।

অতঃপর, একই বই বারবার পড়া যাবে কিন্তু ভিন্ন ভিন্ন বই পড়বো না কেনো?

© আলমগীর কাইজার
১১.০৫.২০১৮

No comments

Powered by Blogger.