গুরুক্তি (জীবনের রহস্য) - আলমগীর কাইজার

গুরুক্তি (জীবনের রহস্য)
-আলমগীর কাইজার

একশোর্ধ বয়সের মানুষটি হাসিমুখ নিয়ে আমার দিকে তাকালেন।
আমি কিছুটা সংকোচ নিয়ে বলে ফেললাম, ‘অনেক দিনের চেষ্টার পর আপনার দেখা পেলাম।’
উনি আমাকে বললেন, ‘কেন এতো চেষ্টা? বুড়া হলে তার কি মূল্য থাকে এই ভবে?’ তারপর তিনি এক গাল হেসে দিয়ে বললেন, ‘তোমার আশেপাশে আমার বয়সের আর কেউ নেই।’
(আমি কোনো প্রশ্নের উত্তর দিতে চাইনা, শুধু প্রশ্নের উত্তর জানতে চাই।)
কিছুক্ষণ চুপ থেকে বললাম, ‘আপনি দীর্ঘসময় এই পৃথিবীতে আছেন। এই দীর্ঘ সময় পৃথিবীতে থাকার রহস্য কি?’
তিনি হাসতে হাসতে বললেন, ‘জীবনের সবচে বড় রহস্য হলো জীবনের রহস্য না খোঁজা।’
হাসি থামিয়ে কিছুটা শক্ত হয়ে বললেন, ‘জীবনের রহস্য খুঁজতে যেও না, তল খুঁজে পাবেনা।’
দুজনেই কিছুক্ষণ চুপ হয়ে রইলাম।
তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন। বললেন, ‘আজ কাজ আছে, অন্য একদিন এসো, কথা হবে।’
আমি উৎসাহী হয়ে জিজ্ঞাসা করলাম, ‘আমাকে একটা উপদেশ দিন যেটা আমাকে বাঁচিয়ে রাখবে।’
হাসি হাসি মুখ নিয়ে বললেন, ‘পৃথিবীর সকল সৌন্দর্য দেখো, উপভোগ করো, সুখ নাও কিন্তু কোনো সুন্দরের প্রতি তৃষ্ণার্ত হইও না।’
অবশেষে আমরা পরস্পরকে বিদায় জানালাম।
আমি বললাম, ‘আবার দেখা হবে।’
তিনি হাসিমুখে দৃঢ় কণ্ঠে বললেন, ‘অবশ্যই হবে।’
আমি তাঁর চোখে যৌবনদীপ্ত বিজয়ের হাসি দেখলাম।

২৭.০৫.২০১৮

No comments

Powered by Blogger.