প্রথম থেকেই আছে লেখা

২৬. প্রথম থেকেই আছে লেখা

প্রথম থেকেই আছে লেখা অদৃষ্টে তোর যা হবার,
তাঁর সে কলম দিয়ে – যিনি দুঃখে সুখে নির্বিকার।
স্রেফ বোকামি, কান্নাকাটি লড়তে যাওয়া তাঁর সাথে,
বিধির লিখন ললাট-লিপি টলবে না যা জন্মে আর!

--রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম
অনুবাদঃ কাজী নজরুল ইসলাম

No comments

Powered by Blogger.