প্রিয় উক্তি - কাজী নজরুল ইসলাম

তুমি জানো, আমি বড্ড হিংসুটে। তোমায় অন্যে ভালবাসবে, এই চিন্তাটাও সইতে পারিনা, দেখতে পারা তো দূরের কথা। সকলে তোমার খুব প্রশংসা করুক, তোমায় ভালো বলুক, তাতে খুবই আনন্দ আর গৌরব অনুভব করব কিন্তু তাই বলে অন্যকে তোমায় ভালবাসতে তো দিতে পারিনে। আমি চাই - তুমি শুধু একা আমার - শুধু আমার - ভিতরে-বাইরে সম্পূর্ণরূপে আমার হও আর আমিও সম্পূর্ণরূপে তোমার হাতে নিজেকে সমর্পণ করে সুখী হই। আমি ছাড়া তোমাকে কেউ ভালবাসতে পারবে না- কখনই না- কিছুতেই না........
.....কতদিন মনে হয়েছে যে তোমাকে নিয়ে এমন বিজন বনে পালাই, যেখানে তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না। চোখ মেললেই আমি তোমাকে দেখব, তুমি আমাকে দেখবে। আমার এ প্রেম যেন রাহুর প্রেম।,,,,,,,আমায় ছেড়ে অন্যকে তুমি ভালবাসবে আমার এই ব্যথাটাই সবচেয়ে মর্মন্তুদ(মর্মান্তিক)। তাইতো এমন করে তোমার কাছে যাচনা করে এসেছি যে,  তুমি আমার চেয়ে বেশি কাউকে ভালবাসতে পারবে না - পারবে না।
.... পুরুষদের মতন বোকা ভ্যাবাকান্ত আর নেই অন্তত মেয়েদের কাছে। পুরুষ যেমন করে ভালোবাসা পাবার জন্য হা করে উম্মাদের মতো ছুটে যায় তা দেখে মনে হয় এর এই বিশ্বগ্রাসী ক্ষুধা বুঝি স্বয়ং ভগবানও মেটাতে পারবে না কিন্তু তাকে একটি ছোট্ট মিষ্টি কথা দিয়ে তোমরা এমনই ভুলিয়ে দিতে পারো যে, তা দেখে অবাক হয়ে যেতে হয়,,,,,, তবু তোমরা এই বেচারা হতভাগা পুরুষদের কাছে নিজেকে সম্পূর্ণরূপে ধরা দাও না। কিছুতেই তোমাদের মনের কথাটিই পাওয়া যায় না,,,,,।
- কাজী নজরুল ইসলাম

No comments

Powered by Blogger.