ওগো জ্যান্তে মরা, তা কি পারবি তোরা - লালন ফকির  

ওগো জ্যান্তে মরা, তা কি পারবি তোরা
- লালন ফকির
 

ওগো জ্যান্তে মরা, তা কি পারবি তোরা

সে প্রেম-সাধনে।

প্রেমে কিশোর কিশোরী মজেছে দুজনে।।

কামের কামী নিষ্কামী হয়

কামরূপে কামশক্তির আশ্রয়

তার সন্ধি জানা বড়ই সে নয়

জীবের মানে।।

পাইলে রে অরুণ-কিরণ

কমলিনী প্রফুল্ল বদন

অমনি গতি সে দলে

চলে আকর্ষণে।।

সমর্থা আর সাম্বু রসের মান

উভয় জানে সমানে সমান

লালন ফকির ফাঁকে ফেরে

কঠিন দেখে শুনে।।

No comments

Powered by Blogger.