গুরু-বস্তু চিনলে না - লালন ফকির  

গুরু-বস্তু চিনলে না
- লালন ফকির
 

গুরু-বস্তু চিনলে না।

অপারের কাণ্ডারী গুরু, তা বিনে

কুল কেউ পাবে না।।

কি কার্য করিব বলে

এ ভবে আনিয়াছিলে

কি ছার মায়ায় রইলি ভুলে

সে কথা মনে প'ল না।।

হেলায় হেলায় দিন গেল

মহাকালে ঘিরে এল

আর করবি কি করবি বল

রং-মহলে প'ল হানা।।

ঘরে এখন বহিছে পবন

হতে পারে কিছু সাধন

সিরাজ সাঁই কয়, শুন লালন

এবার গেলে আর হবে না।।

No comments

Powered by Blogger.