আয় কে যাবি ওপারে - লালন ফকির

আয় কে যাবি ওপারে
- লালন ফকির

 

আয় কে যাবি ওপারে।

দয়াল চাঁদ মোর দিচ্ছে খেয়া

অপার সাগরে।।

যে দিবে সে নামের দোহাই

তারে দয়া করবেন গোঁসাই

এমন দয়াল আর কেহ নাই

ভবের মাঝারে।।

পার কর জগৎ বেড়ি

নেয় না পারের কড়ি

সেরে সুরে মনের দেড়ি

ভার দেনা তারে।।

দিয়ে ঐ শ্রীচরণে ভার

কত অধম হল পার

সিরাজ সাঁই কয়, লালন তোমার

বিগার যায় না রে।।

 

No comments

Powered by Blogger.