মুরশিদ মণি গভীরে চার রসের মূল - লালন ফকির

মুরশিদ মণি গভীরে চার রসের মূল
- লালন ফকির
 

মুরশিদ মণি গভীরে চার রসের মূল।

সেহি রস রসিকে জানতে পারে।।

চার পথের চার লায়েক জানি

খাস আতস পবন পানি

ইহার মুরশিদে বলে কারে মানি

দেখ দেখি হিসাব করে।।

শরিয়ত তরিয়ক আর যে

হকিকত মারুফত লেখছে

এই চার পথ আছে

জানে দরবেশ ফকিরে।।

চৌদ্দ পোয়া দেহের বলন

করতে যদি পার লালন

তবে স্বদেশের চলন

জানবি সেই অনুসারে।।

No comments

Powered by Blogger.