কারা বাঙালি?
কারা বাঙালি, কারা বাঙালি নয়?
বাংলাদেশে বসবাসকারী সবাই কি বাঙালি?
প্রচলিত সংজ্ঞা অনুসারে, বাংলাদেশে বসবাসকারী সকল বাংলাদেশি নাগরিক জাতিগতভাবে বাঙালি।
আসলেই কি বাংলাদেশে বসবাসকারী সকল নাগরিকই বাঙালি?
তবে বাঙালির সংজ্ঞা কি?
যারা বাংলাকে ভালোবাসে, বাংলা সংস্কৃতিকে ভালোবাসে এবং বুকে লালন করে শুধু তারাই বাঙালি।
যারা পাকিস্তানের চেতনা বুকের সাথে ধারণ করে তারা বাঙালি নয়। যারা বাংলাভাষার বিরোধিতা করে তারা বাঙালি নয়। যারা বাংলা সংস্কৃতির বাধা হয়ে দাঁড়ায় তারা বাঙালি নয়। যারা বাঙালি জাতিকে গালাগালি করে তারা বাঙালি নয় এবং যারা বাংলার উন্নতি সহ্য করতে পারেনা তারা বাঙালি নয়। হ্যাঁ, তারা কেউই বাঙালি নয়।
তবে বাঙালি হতে কি যোগ্যতা লাগে? নাকি যে কেউই বাঙালি হতে পারে।
হুম, যে কেউই বাঙালি হতে পারে। যে কেউই বাংলাকে ভালোবাসতে পারে। যে কেউই বাংলাকে বুকে লালন করতে পারে। বাঙালি হতে বাংলাকে ভালোবাসার মতো একটা সুন্দর বিকশিত প্রশস্ত মন থাকা চাই।
স্রষ্টার কাছে আমাদের সকলের প্রার্থনা এই বাংলাদেশে বসবাসকারী সকল নাগরিকই বাঙালি হয়ে উঠুক। সকলেই ভালোবাসুক বাঙালি সংস্কৃতিকে, ভালোবাসুক বাংলাভাষাকে, ভালোবাসুক আমাদের এই সুন্দর দেশটিকে।
সকল বাংলাদেশিই বাঙালি হোক।
জয় হোক বাংলার।
প্রচলিত সংজ্ঞা অনুসারে, বাংলাদেশে বসবাসকারী সকল বাংলাদেশি নাগরিক জাতিগতভাবে বাঙালি।
আসলেই কি বাংলাদেশে বসবাসকারী সকল নাগরিকই বাঙালি?
তবে বাঙালির সংজ্ঞা কি?
যারা বাংলাকে ভালোবাসে, বাংলা সংস্কৃতিকে ভালোবাসে এবং বুকে লালন করে শুধু তারাই বাঙালি।
যারা পাকিস্তানের চেতনা বুকের সাথে ধারণ করে তারা বাঙালি নয়। যারা বাংলাভাষার বিরোধিতা করে তারা বাঙালি নয়। যারা বাংলা সংস্কৃতির বাধা হয়ে দাঁড়ায় তারা বাঙালি নয়। যারা বাঙালি জাতিকে গালাগালি করে তারা বাঙালি নয় এবং যারা বাংলার উন্নতি সহ্য করতে পারেনা তারা বাঙালি নয়। হ্যাঁ, তারা কেউই বাঙালি নয়।
তবে বাঙালি হতে কি যোগ্যতা লাগে? নাকি যে কেউই বাঙালি হতে পারে।
হুম, যে কেউই বাঙালি হতে পারে। যে কেউই বাংলাকে ভালোবাসতে পারে। যে কেউই বাংলাকে বুকে লালন করতে পারে। বাঙালি হতে বাংলাকে ভালোবাসার মতো একটা সুন্দর বিকশিত প্রশস্ত মন থাকা চাই।
স্রষ্টার কাছে আমাদের সকলের প্রার্থনা এই বাংলাদেশে বসবাসকারী সকল নাগরিকই বাঙালি হয়ে উঠুক। সকলেই ভালোবাসুক বাঙালি সংস্কৃতিকে, ভালোবাসুক বাংলাভাষাকে, ভালোবাসুক আমাদের এই সুন্দর দেশটিকে।
সকল বাংলাদেশিই বাঙালি হোক।
জয় হোক বাংলার।
© আলমগীর কাইজার
১৫.০৫.২০১৮
No comments