গুরু গো সাঁই, হক নাম বল রসনা - লালন ফকির

গুরু গো সাঁই, হক নাম বল রসনা
- লালন ফকির
 

গুরু গো সাঁই, হক নাম বল রসনা।

যে স্মরণে যাবে জীব যন্ত্রণা।।

শিয়রে শমন বসে কোন সময় বাঁধবে কষে

ভুলে রইলি বিষয় বশে দিশে হল না।।

কবার যেন ঘুরে ফিরে মানুষ জনম পেয়েছে রে

এবার যেন অলস করে সে নাম ভুল না।।

ভবের ভাই বন্ধু জ্ঞাতি কেউ হবে না সঙ্গের সাথী

লালন বলে, মুরশিদ রতি কর সাধনা।।

No comments

Powered by Blogger.