ফুটবল দলের সমর্থন নিয়ে কিছু কথা
ফুটবল দলের সমর্থন নিয়ে কিছু কথা
-আলমগীর কাইজার
‘আমি আর্জেন্টিনা/আমি ব্রাজিল/আমি ইত্যাদি ইত্যাদি, তুই কি???’
‘আমি কিছু না। আমি বাংলাদেশি, খেলাধুলা বুঝি না, তবে দেখি, মজা পাই, হাততালি দিই।’
‘দূর **** কোথাকার, তোর সাথে তো কথা বলায় যায় না।’
ভাই, নিজের দেশ ব্যতিত অন্য কোনো দেশের প্রতি কেউ এতো বেশি পিরিতি দেখালে সত্যিই বিরক্তি লাগে।
ভাই, পরদেশের প্রতি আমার এতো পিরিতি নেই যে, তাদের পতাকা বাড়ির গেটে লাগিয়ে রাখবো, পরদেশের পতাকা সংবলিত গেঞ্জি গায়ে দেবো, পরদেশের পতাকা দিয়ে প্রোফাইল পিকচার দেবো, সেই দেশের সমর্থক হয়ে নিজের দলে লোক গোছাবো, নিজের সমর্থিত দেশের সমর্থক পেলে খুশিতে আটখানা হয়ে বুকে জড়িয়ে নেবো, ভিন্ন দেশের সমর্থক হলে গালাগালি দেবো কিংবা টিপ্পনী কাটবো, সত্যিই নিজের দেশ ছাড়া অন্য কোনো দেশের প্রতি আমার এতো পিরিতি নেই।
খেলাধুলা বিনোদনের বিষয়, বন্ধুত্ব কিংবা সম্পর্ক নষ্ট করার মতো কোনো আদর্শগত বিষয় না।
এছাড়াও,
⁂বিশাল ভিনদেশি পতাকার উপর ছোট্ট একটা বাংলাদেশি পতাকা উড়ালে কি আমাদের সম্মান বেড়ে যায়?
⁂খেলা নিয়ে তর্কবিতর্ক যখন গালাগালিতে রুপ নেই, তখন কি আমাদের নিম্ন মানসিকতা প্রকাশিত হয় না?
⁂খেলা নিয়ে মারামারি করে মাথা ফাটালে কি আমরা খুব লাভবান হয়?
⁂খেলা নিয়ে যে জুয়া খেলা শুরু হয়েছে(বাজি ধরা), তা কি সামাজিকভাবে আমাদের উন্নত কিংবা সম্মানিত করে?
No comments