গুরুক্তি (প্রিয় মানুষ বা প্রিয় বন্ধু) - আলমগীর কাইজার
প্রচণ্ড মন খারাপ আমার।
গুরু আমাকে ডাকলেন, আমি সাড়া দিলাম।
যখন আমি কোনো বিষয়ে দ্বিধাগ্রস্ত থাকি, তিনি আমার সমাধান দেন।
উনি আমার দিকে তাকিয়ে বললেন, ‘তুমি তোমার প্রিয় মানুষকে ভালোবাসো কিন্তু কখনো ভালোবাসা পাওয়ার কথা ভেবো না।’
তারপর তিনি থামলেন।
আবার বলতে শুরু করলেন, ‘তোমার সবচে আপন সেই মানুষটি যে তোমাকে তোমার উপস্থিতির চেয়ে অনুপস্থিতিতে বেশি অনুধাবন করতে পারে এবং যে তোমার উপস্থিতির চেয়ে অনুপিস্থিতিতেই বেশি আপন করে অনুভব করে।
যে তোমার অনুপস্থিতিতে তোমাকে ভুলে যায় কিংবা হারানোর ভয় পায়, সে কোনো এক বিশেষ স্বার্থে তোমার বন্ধু।’
এরপর থামলেন তিনি।
আবার বলতে শুরু করলেন, ‘শোনো, যে তোমাকে খোঁজে তার অবসর সময় কাটানোর জন্য, সে তোমার কেউ নয়, যদিও সে তোমাকে পেলে খুব খুশি হয়। সেই তোমার প্রকৃত প্রিয় মানুষ যে তোমার সঙ্গকে উপভোগ করে এবং কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করে, কিন্তু সময় নষ্ট করে না। মনে রেখো তোমার সময় সীমিত।’
আরও বললেন, ‘তোমার প্রকৃত বন্ধু বা প্রিয় মানুষ সেই যে তোমার ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলতে দ্বিধা করে না এবং তোমার বিপদের মুহূর্তে পাশে থাকে এবং প্রতারণা করে না, মিথ্যা বলে না।’
-আলমগীর কাইজার
আলমগীর কাইজার |
No comments