কবি হেলাল হাফিজের ‘যে জলে আগুন জ্বলে’ বইয়ের পর্যালোচনা

বইয়ের নাম-যে জলে আগুন জ্বলে
লেখক-হেলাল হাফিজ
প্রকাশনী -দিব্য প্রকাশ
মূল্য -১২০

কবি পরিচিতি -
হেলাল হাফিজ ৭ অক্টোবর ১৯৪৮ সালে নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন।
তিনি বাংলাদেশের একজন আধুনিক কবি। লেখালেখির পরিমাণ কম হলেও বিংশ শতাব্দীর শেষে ভীষণ জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ ১৯৮৬ সালে প্রকাশিত হওয়ার পর অসংখ্য সংস্করণ হয়েছে। ২৬ বছর পর ২০১২ সালে আসে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কবিতা একাত্তর’।
কবি হেলাল হাফিজ 

হেলাল হাফিজের কাব্যগ্রন্থ "যে জলে আগুন জ্বলে" আশির দশকে প্রকাশিত হয় । এই বইটির মাধ্যমে কবি অনেক বেশি খ্যাতি অর্জন করেন। বইটিতে ৫৬টি কবিতা রয়েছে।
বাংলাদেশের স্বাধীনতোত্তর কালে অস্থির সময়ে প্রতিবাদী লেখনী নিয়ে রুখে দাড়ানো কবিদের একজন হলেন হেলাল হাফিজ । তার লেখার প্রধান উপকরণ যৌবন এবং বিদ্রোহ। 

হেলাল হাফিজ এখন অনেকের প্রিয় কবি। তাঁর লেখা ‘যে জলে আগুন জ্বলে’ বইটি বাংলা সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। তাঁর কবিতায় রাজনীতি যেমন আছে, তেমনি আছে প্রেম। কবিতাগুলো বেশ ছোট প্রকৃতির, কিন্তু এগুলোর গভীরতা অনেক বেশি। প্রত্যেকটি পঙক্তিই অত্যন্ত শক্তিশালী।

হেলাল হাফিজের লেখা কবিতায় দেশপ্রেম আর নারীপ্রেম সাবলীলভাবে উঠে এসেছে।হেলাল হাফিজের কবিতাগুলো সম্পূর্ণ স্বতন্ত্র। কবিতাপ্রেমীদের জন্যে কবির লেখা ‘যে জলে আগুন জ্বলে’ বইটি সুখপাঠ্য।




প্রচ্ছদঃ যে জলে আগুন জ্বলে 


পর্যালোচনায়ঃ আলমগীর কাইজার 

No comments

Powered by Blogger.