যদি, বুকের ভিতর কষ্ট এসে বসে -আলমগীর কাইজার
যদি, বুকের ভিতর কষ্ট এসে বসে
-আলমগীর কাইজার
যদি, বুকের ভিতর কষ্ট এসে বসে
যদি, মনের সাথে যন্ত্রণারা মেশে
তবে, আমার কথা ভেবো, একটু ভালোবেসো।
আমি তোমায় সরাইনিকো দূরে
ব্যর্থ আমি, পারিনি তোমার সোনার নীড়ে যেতে,
ভালো থেকো, অনেক দূরে, সুখ-আনন্দের ভিড়ে।
আমি যদি জিতি কভু এই পৃথিবীর পথে
তোমার কথা ভেবে, আমি চড়বো না আর রথে,
সাদামাটা চলবো আমি, তুমিহীন এই ভবে।
আর কখনো যদি, দেখতে আমার ইচ্ছা তোমার হয়,
শেষ ঠিকানায় এসো, দাঁড়িয়ে দূরে একটু ভালোবেসো
তোমার জন্য আমার এ মন অপেক্ষাতেই রবে,
বলো প্রিয়, মনের মাঝের লুকিয়ে রাখা সত্য কথা বলো,
প্রেম হারিয়ে এই তরণীর পরে, সুখীজন ছিলো কে কবে?
২১.০৬.২০১৮
No comments