আমরা যা দেখি - আলমগীর কাইজার
আমরা যা কিছু দেখছি আসলে তার সবকিছুই দেখছিনা, আমরা তো সেটাই দেখছি যেটা আমাদের অন্তরে বিদ্যমান আছে। আমরা প্রতিনিয়ত অন্যকে মাপি নিজের মাপকাঠি দিয়ে, নিজে যা অন্যকেও তাই ভাবি।
আমাদের অন্তরে যদি নগ্নতা থাকে তবে লোকেরা যতোই পোশাক পরিধান করুক না কেনো আমরা নগ্নতাই দেখবো। আর যদি আমাদের অন্তর সুন্দর হয় তবে লোকেরা নগ্ন হয়ে ঘুরলেও আমাদের কোনো সমস্যা নেই।
আমরা তখনই অন্যকে ভালো ভাবতে পারি যখন আমরা নিজেরা ভালো হই। আমি যদি চোর হই তবে আমার চোখে পৃথিবীর সবাই চোর, আমি দুঃখী হলে এই পৃথিবীর সবটাই দুঃখে ভরা, আবার আমি আশাবাদী হলে এই পৃথিবীটা আশায় ভরা।
কেউ যদি অন্যের সম্পর্ককে ছোট করে দেখে তবে বুঝে নিতে হবে তার নিজের মধ্যেই ক্ষুদ্রতা আছে। বড় মনের মানুষেরা কখনো ব্যক্তি নিয়ে চিন্তা করেনা, তারা ভাবে ব্যক্তিত্ব নিয়ে এবং মানুষের জন্য কাজ করেন।
আমাদের জীবনকে সুন্দর করতে হলে আমাদের মস্তিষ্ককে সুন্দর করতে হবে আর মস্তিস্ককে সুন্দর করতে হলে জানতে হবে ভিন্ন ভিন্ন সংস্কৃতি, পড়তে হবে সকল ধরনের বই, দেখতে হবে সুন্দর সুন্দর সিনেমা।
সকলের জীবন হোক সুন্দর।
সকলের জীবন হোক সুন্দর।
-আলমগীর কাইজার
২৪.০৭.২০১৮
২৪.০৭.২০১৮
আলমগীর কাইজার, তিস্তা ব্রিজ, রংপুর
ফটোগ্রাফারঃ হুসাইন আল মামুন
No comments