বায়োমেট্রিক সম্পর্ক (কবিতা)
বায়োমেট্রিক সম্পর্ক
-আলমগীর কাইজার
-আলমগীর কাইজার
কে কার?
কেউ কি কারো?
তবুও কেউ কেউ কারো কারোর হয়।
কিভাবে হয়? দলিল আছে? হয়তো নেই।
তবুও কারোর কেউ কারোর হয়ে যায়!
কেউ কি কারো?
তবুও কেউ কেউ কারো কারোর হয়।
কিভাবে হয়? দলিল আছে? হয়তো নেই।
তবুও কারোর কেউ কারোর হয়ে যায়!
হে ইশ্বর!
সত্যিই যদি কেউ কারোর হয়
তবে জন্মের পূর্বেই বায়োমেট্রিক করে দাও
পুঙ্খানুপুঙ্খভাবে সকল হিসাব মিলিয়ে তুমি নাও
অনিবন্ধিত কার্যকলাপ দেখতে আর ভালো লাগেনা।
সত্যিই যদি কেউ কারোর হয়
তবে জন্মের পূর্বেই বায়োমেট্রিক করে দাও
পুঙ্খানুপুঙ্খভাবে সকল হিসাব মিলিয়ে তুমি নাও
অনিবন্ধিত কার্যকলাপ দেখতে আর ভালো লাগেনা।
যদিও ওসব নিয়ে আমার মাথা ব্যাথা নেই,
তবুও প্রায়ই কিছু ব্যথা মাথায় এসে পড়ে।
তাই প্রার্থনা করি,
সকল সম্পর্কই বায়োমেট্রিক নিবন্ধিত সম্পর্ক হোক।
সকল সম্পর্কই বায়োমেট্রিক নিবন্ধিত সম্পর্ক হোক।
০৩.০৫.২০১৮
No comments