বাংলা সাহিত্যের বিখ্যাত কিছু বইয়ের নাম
বাংলা সাহিত্যের বিখ্যাত কিছু বইয়ের নাম, যে বইগুলো বাংলা সাহিত্যে উজ্জ্বল নিদর্শন হয়ে থাকবে আজীবন-
উপন্যাস:
চোখেরবালি, ঘরে বাইরে, নৌকাডুবি, শেষের কবিতা, গোরা
- রবীন্দ্রনাথ ঠাকুর।
চন্দ্রশেখর, কপালকুন্ডলা, বিষবৃক্ষ, দুর্গেশনন্দেনী
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
পথের দাবি, গৃহদাহ, দত্তা, শ্রীকান্ত, দেবদাস, মন্দির, বড়দিদি, চরিত্রহীন
-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
অপেক্ষা, জোছনা ও জননীর গল্প, সৌরভ, ১৯৭১, আজ আমি কোথাও যাব না, মধ্যাহ্ন, মেঘ বলেছে যাব যাব, সংখনীল কারাগার, দেয়াল, মিসির আলী অমনিবাস, সাজঘর, হিমু সিরিজ
- হুমায়ূন আহমেদ।
সেই সময়, পূর্ব পশ্চিম, প্রথম আলো, কাকা বাবু সমগ্র - সুনীল গঙ্গোপাধ্যায়।
রূপনগরের বন্দী, বখতিয়ারের তালোয়ার, গৌড় থেকে সোনারগাঁ, যায় বেলা অবেলায়, বিদ্রোহী জাতক, বারো পাইকার দুর্গ, রাজ বিহঙ্গ, শেষ প্রহরী, বারো ভূঁইয়া উপাখ্যান, প্রেম ও পূর্ণিমা, বিপন্ন প্রহর
- শফিউদ্দিন সর্দার।
আমার বন্ধু রাশেদ, ইকারাস, সেরিনা, রাশা, অনুরনে নিউরন, আমি তপু
- জাফর ইকবাল।
হাজার বছর ধরে, বরফগলা নদী, আরেকফাল্গুন, শেষ বিকেলের মেয়ে
-জহির রায়হান।
উপমহাদেশ, কাবিলের বোন নাঢ়াই, দলিল, উত্তরের খেপ, দক্ষিণায়নের দিন
-আল মাহমুদ।
পথের প্যাচালি, আরন্যক, চাঁদের পাহাড়
-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
কবি, গনদেবতা, হাঁসুলি বাকের উপকথা, রাইকমল।
-তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
হাঙর নদী গ্রেনেড, পোকা মাকড়ের ঘরবসতি
-সেলিনা হোসেন
তিতাস একটি নদীর নাম
-অদ্বৈত মল্লবর্মণ।
বাবলি
- বুদ্ধদেব গুহ।
আট কুঠুরি নয় দরজা, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, মৌষকাল, সাতকাহন, গর্ভধারিণী
-সমরেশ মজুমদার।
মেমসাহেব
- নিমাই ভট্টাচার্য।
শঙ্কু সমগ্র, ফেলুদা সমগ্র (১,২)
- সত্যজিত রায়।
ব্যোমকেশ সমগ্র
- শরদিন্দু বন্দোপাধ্যায়।
শাপমোচন
- ফাল্গুনী মুখোপাধ্যায়।
চিলেকোঠার সেপাই, খোয়াবনামা
-আখতারুজ্জামান ইলিয়াস।
সূর্যদীঘল বাড়ি
-আবু ইসহাক।
পদ্মানদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, অতসিমামা, প্রাগৈতিহাসিক, ছোটবকুলপুরের যাত্রী, জননী, দিবারাত্রির কাব্য, জীবনের জটিলতা
- মানিক বন্দ্যোপাধ্যায়।
লালসালু
-সৈয়দ ওয়ালী উল্লাহ।
লোটা কম্বল
- সঞ্জিব চট্টপাধ্যায়।
প্রদোষে প্রাকৃতজন
- শওকত আলী।
নুরজাহান
- ইমদাদুল হক মিলন।
যাওপাখি, পার্থিব, মানবজমিন, দূরবীন
- শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
/মুক্ত প্রজাপতি
বই ছাড়া একটি কক্ষ আত্মা ছাড়া দেহের মতো।
-মার্কাস টুলিয়াস সিসারো
No comments