একটি মেয়ে - আলমগীর কাইজার

একটি মেয়ে
-আলমগীর কাইজার

অঙ্কটা না ভীষণ জটিল, কেউ পারেনা ভাই
পারার আশা সব নিরাশা, ছেড়েই দিছি তাই,
কেউ পারেনা বলার আগে, খোঁজ নিয়েছিস তুই?
সবাই যদি এক বলে দেয়, একটি মেয়ে দুই ।
সবাই যদি হাল ছেড়ে দেয়, তাতেই কিবা আসে,
একটি মেয়ে গণিত নিয়ে তবু স্বপ্নে ভাসে,
গণিতের সাথে প্রেম মজে না, ভিন্ন পথ ধরো
তবু একটি মেয়ে গণিতপ্রেমী, গণিতের পথ বড়ো।
একটি মেয়ে অনেক পড়ে, আউট বইয়ের পোকা
গণিতেও সে ভীষণ ভালো, যায়না তাকে রোখা,
গণিত নিয়ে স্বপ্ন দ্যাখে, গণিতেই তার বাস
অনেক কিছুই মাথায় রাখে, মুক্ত তার নিশ্বাস।
এই মেয়েটা ভীষণ ভালো, ঠোঁটে লাজুক হাসি
এই মেয়েটা কাঁদে যখন, ঝরে মুক্তা রাশিরাশি,
ভাবুক লোকে যা ইচ্ছা, দুই কিংবা তিন
এই মেয়েটা বাধ ভাঙবে, আনবে শুভদিন। 

৩০.০৮.২০১৮


প্রতীকী ছবি


No comments

Powered by Blogger.