১৫ই আগস্ট বাঙালি জাতির কলঙ্কময় একটা দিন

১৫ই আগস্ট বাঙালি জাতির কলঙ্কময় একটা দিন
- আলমগীর কাইজার

১৫ ই আগস্ট।
১৯৭৫ সালের এই দিনে মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তানি চেতনা ধারণকারী পাকিস্তানি প্রেতাত্মারা বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেন। (আমি ঘাতকদেরকে কোনভাবেই বাঙালি বলবো না, তারা বাংলাদেশি হলেও বাঙালি নয় বরং পাকিস্তানি চেতনার ধারক ও বাহক।)
বাংলাদেশ বহু আগে থেকে শোষিত নির্যাতিত হয়ে এসেছে। ব্রিটিশদের হাত থেকে এসে পড়েছে পাকিস্তানিদের হাতে কিন্তু বাঙালিদের মুক্তি হয়নি। সেই দুঃখী অভাগী বাঙালি জাতিকে মুক্ত করতে, স্বাধীনতা দিতে এবং একটা সুন্দর ভোরের স্বপ্ন এনে দিতে আজীবন কাজ করে গেছেন বঙ্গবন্ধু।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিশাল মনের অধিকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দলের পরিচয় ছাপিয়ে হয়ে উঠেছিলেন সমগ্রদেশের, তারপর সমগ্র পৃথিবীর। ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভেঙে গিয়ে পাকিস্তান নামক দুই খন্ড দেশের জন্ম হয়। এতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে কিন্তু এই সিদ্ধান্ত বাঙালি জাতির জন্য শুভ ছিল না। বাঙালিদের উপর নির্যাতন চালাতে থাকে পাকিস্তানি শাসকেরা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫সালের ১৫ই আগস্ট হত্যাকাণ্ডের শিকার হন। ওই সময় তিনি ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর সড়কের নিজ বাসভবনেই ছিলেন।  সেদিন পরিবারের সবাইকে হত্যা করা হলেও ভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বাঙালি জাতি এই দিনটি গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করে।
বঙ্গবন্ধু শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি ছিলেন বাংলাদেশের স্থপতি ও বাঙালি জাতির স্বপ্নের রূপকার। বাঙালি জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন শোষণ লাঞ্ছনা-বঞ্চনা নির্যাতন নিপীড়ন বৈষম্য মুক্ত স্বাধীন বাংলাদেশের।
১৫ ই আগস্ট বাঙালি জাতির জন্য কলঙ্কিত একটা দিন। ১৯৭৫ সালের এই দিনের প্রত্যুষে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির প্রথম তলার সিঁড়িতে নিস্তেজ হয়ে পড়েছিল বঙ্গবন্ধুর রক্তাক্ত দেহ, যিনি বাঙালি জাতিকে মাথা তুলে দাঁড়াতে শিখেছিলাম।
ঘাতকেরা ব্যক্তি বঙ্গবন্ধু জীবনাবসান ঘটালেও অবসান ঘটাতে পারেনি বঙ্গবন্ধুর আদর্শকে। অন্যায় অনিয়ম বৈষম্যের বিরুদ্ধে মাথা তুলতে বাঙালি জাতিকে প্রতিনিয়ত সাহস যুগিয়ে চলেছেন এই মহান নেতা। বাঙালি জাতির জীবনে প্রতিনিয়ত উঠেছে নতুন সূর্য, সেই সূর্যের আলোয় আলোকিত হচ্ছে বাঙালি জাতি আর সেইসাথে পূরণ হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্ন।
বাংলাদেশ এগিয়ে যাবে, বাঙালি জাতি মাথা তুলে দাঁড়াবে। লোকেরা যুগে যুগে আবিষ্কার করবে বাঙালি জাতির স্বাধীনতার প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? কিভাবে তিনি সমগ্র পৃথিবীর সুবিধাবঞ্চিত বৈষম্যের শিকার হওয়া মানুষদের অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন?

১৫.০৮.২০১৮

No comments

Powered by Blogger.