যদি কখনো- আলমগীর কাইজার

যদি কখনো
- আলমগীর কাইজার

সন্ধ্যা নেমে আসে,
তারপর রাতের অপেক্ষা।
বহুদূরে ডেকে যায় পাখি
আমি তাকিয়ে থাকি আলোহীন আকাশের দিকে।
কিছুদিন আগে এই সন্ধ্যায়
আমি থাকতাম তোমার অপেক্ষায়
অথচ তুমি নেই, আমি আছি একা
কতকাল ধ'রে তুমি দূরে, পাইনি তোমার দেখা।
যদি কখনো ভালোবাসা নিয়ে
এসে দাঁড়াও সন্ধ্যা প্রদীপ হাতে
আমি নীরব চোখে দেখবো তোমার চোখ
দেখবো চেয়ে, তুমি কি আমার সেই সেদিনের লোক!

২৭.০৮.২০১৮

প্রতীকী ছবিঃ একাকীত্ব

No comments

Powered by Blogger.