রমনীর হাত- আলমগীর কাইজার
রমনীর হাত
- আলমগীর কাইজার
- আলমগীর কাইজার
জানালা দিয়ে তাকিয়ে দেখি
আরেক জানালায় রমনীর হাত,
হাতে হাতঘড়ি, ঘড়িতে দুইটা বাজে
জীবনের এই বাঁকে একটি সুন্দর হাত।
আরেক জানালায় রমনীর হাত,
হাতে হাতঘড়ি, ঘড়িতে দুইটা বাজে
জীবনের এই বাঁকে একটি সুন্দর হাত।
সবুজের গা ছুয়ে চলে যায় ট্রেন
শব্দ আর বাতাসের আনাগোনা বদলে যায়,
থেকে যায় শুধু রমনীর হাত, সুন্দর হাত
যে হাত সবার মতো হাত, তবুও ভিন্ন হাত।
শব্দ আর বাতাসের আনাগোনা বদলে যায়,
থেকে যায় শুধু রমনীর হাত, সুন্দর হাত
যে হাত সবার মতো হাত, তবুও ভিন্ন হাত।
জানালায় তাকিয়ে দেখি ভিন্ন অনুভূতি
জীবনের এই পথে এসে নতুন সে হাত,
আমার সময়গুলো বন্দি সে হাতের ঘড়িতে
সে ঘড়ির কাঁটা ঘুরে চলে শব্দহীন, অতিদ্রুত।
জীবনের এই পথে এসে নতুন সে হাত,
আমার সময়গুলো বন্দি সে হাতের ঘড়িতে
সে ঘড়ির কাঁটা ঘুরে চলে শব্দহীন, অতিদ্রুত।
মাঝেমাঝে ঘড়িসমেত হাত দুলে দুলে ওঠে,
আমি তাকিয়ে থাকি অন্য জানালায়,
হাতে হাতঘড়ি, দুলে ওঠে আমার সময়
আর দোলে জীবনের বাঁকে একটি হাত।
আমি তাকিয়ে থাকি অন্য জানালায়,
হাতে হাতঘড়ি, দুলে ওঠে আমার সময়
আর দোলে জীবনের বাঁকে একটি হাত।
১৭.০৮.২০১৮
No comments