অনুকরণ শব্দটাই ভালো নয় - আলমগীর কাইজার
অনুকরণ শব্দটাই ভালো নয়
- আলমগীর কাইজার
মানুষদের দিকে তাকিয়ে তুমি অবাক হয়ো না,
মানুষদের কাছে তুমি যা চাও তা পাবে না,
মানুষেরা মিথ্যা বলে সত্যের মতো করে
মানুষেরা সত্য বলার প্রয়োজন দেখে না।
অন্তরে যাপিত যন্ত্রণার জন্য কে বেশি দায়ী?
স্রষ্টার নামে তারা যা বলে স্রষ্টা কি তা চায়?
তারা স্রষ্টার নামে প্রতিনিয়ত রক্তপাত করে
স্রষ্টার ঘাড়ে দায় দিয়ে নিজেদের প্রতিষ্ঠা চায়।
মানুষ যা বলে তা মানার আগে একটু ভেবে নাও
সৌন্দর্যের স্রষ্টা কি ধ্বংসের কথা বলতে পারে?
ধ্বংসের পর কখনো শান্তি আসতে পারে না
ধ্বংসের পর ক্লান্তি এসে মনকে ভারাক্রান্ত করে।
মানুষেরা যতোই মানুষ হারিয়ে একা হয়ে যাবে
মানুষ ততোই স্রষ্টার কাছ থেকে দূরে সরে যাবে,
পথভ্রষ্ট মানুষদেরকে অনুকরণ করা খুবই অন্যায়
পথভ্রষ্টের মতো অনুকরণ শব্দটাই ভালো নয়।
১১.০৯.২০১৮
No comments