বহুদিন পর - আলমগীর কাইজার

বহুদিন পর
- আলমগীর কাইজার

তোমার দিনগুলো শেষ হয়ে গেলে
যখন শুকিয়ে যাবে তীব্র স্রোতস্বিনী তোমার নদী
তখন বুঝবে তুমি আমার অসীম ভালোবাসা
তখন দেখতে পাবে কতটুকু এগিয়েছিলাম আমি।

হয়তো একাকীত্বের প্রহর গুনে
অনেক কথা জমা হবে তোমাকে বলার জন্য
অথচ যেদিন তোমাকে পাবো খুব কাছে
হয়তো ভুলে যাবো কী বলার ছিল আমার।

জানি আজ থেকে বহুদিন পর
তোমার মনে তখন হাজার বছরের শেওলা
আমিও হয়তো বহুদিন পথ হেঁটে হেঁটে
বড় বেশি ক্লান্ত পরিশ্রান্ত বিবেকের কাছে।

তখন বহুদিন পর আকাশে চাঁদ উঠবে একাকী
যেমন একাকী ছিলাম আমি বহুকালব্যাপী
হয়তো তুমি দেখবে না সেদিন আকাশের সে চাঁদ
অথচ ঐ চাঁদ জোছনা বিলিয়েছে বহুপ্রেমিকের কাছে।

সেদিন তোমাকে পেয়ে হয়তো আমি জোছনা চাবো
চাঁদ আমাদের দিকে তাকিয়ে জোছনা বিলাবে
আমরাও সবার মতো বেঁচে থাকবো প্রেমিক হয়ে
আর বেঁচে থাকবে দিন শেষে ঘরে ফেরানোর রাত।

১৩.০৯.২০১৮

প্রতীকী ছবিঃ বহুদিন পর














No comments

Powered by Blogger.