বিশ্বাস অবিশ্বাস - আলমগীর কাইজার
পৃথিবীর সব মানুষগুলো নিজেদেরকে বিশ্বাসী বলে দাবি করে অথচ কেউ কাউকে বিশ্বাস করে না।
বিপদের সময় এগিয়ে আসা সবচেয়ে কাছের মানুষটিকেও ভুলে যায় এবং তুলনা করে ভিন্ন মানুষের সাথে যে এইমাত্র আপন হয়ে উঠেছে। তারপর প্রিয় মানুষকে ভুল বুঝতে শুরু করে।
মানুষেরা নিজেদেরকে বিশ্বাসী বলে দাবি করলেও তারা চরম অবিশ্বাসী। যখন তারা দেখে প্রিয় মানুষটির ভবিষ্যৎ ভালো না তখন তার থেকে দূরে সরে যেতে শুরু করে অথবা কৌশলী হয়ে দূরে সরিয়ে দেয়।
মানুষেরা নিজেদেরকে সাধারণ ও সরল বলে দাবি করলেও তারা মূলত জটিল বৈশিষ্ট্য ধারণ করে। পানি সব সময় নিচের দিকে গড়ায় কিন্তু মানুষেরা গড়ায় উপরের দিকে। মানুষেরা নিজেদের অজান্তেই ছোটদেরকে সহানুভূতি দেখায় আর বড়দেরকে পূজা করে।
মানুষেরা প্রতিনিয়ত মানুষ চিনতে ভুল করে, তারা প্রতিভাবানকে সহ্য করতে পারেনা। প্রতিভাবানকে সরিয়ে দিয়ে অপদার্থকে জায়গা করে দেয়।
মানুষেরা নিজেরাই নিজেদেরকে কখনোই চিনতে পারেনা, কিভাবে সে অন্যদেরকে চিনবে?! মানুষেরা বিশ্বাসের চেয়ে অবিশ্বাস করতে বেশি মজা পায়, তাই প্রতিনিয়ত বিশ্বাসের মাঝে জেগে ওঠে অবিশ্বাসের চর।
অথচ মানুষেরা আমাকে বিশ্বাস করতে বলেছিল। মানুষদের কথা রেখে তাইতো আমি অবিশ্বাস্যকেও বিশ্বাস করেছি।
১৭.০৯.২০১৮
প্রতীকী ছবিঃ বিশ্বাস অবিশ্বাস |
No comments