রোকেয়া সাখাওয়াত হোসেন
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মূলত বেগম রোকেয়া নামেই পরিচিত। (যদিও তিনি নিজের নামের সাথে কখনো বেগম লিখতেন না।)
তিনি ছিলেন একজন বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তাঁর প্রকৃত নাম রোকেয়া খাতুন।
তিনি ছিলেন একজন বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তাঁর প্রকৃত নাম রোকেয়া খাতুন।
ছবিঃ রোকেয়া সাখাওয়াত হোসেন |
ছবিঃ পায়রাবন্দ গ্রামে রোকেয়ার বসতভিটা |
তৎকালীন সময় মেয়েদের বাড়ি থেকে বের হতে দেওয়া হতো না। তাঁকে ঘরে বসিয়েই আরবি ও উর্দু শেখানো হয়। তাঁর বড় ভাই ইব্রাহীম সাহেব আধুনিক মনের মানুষ ছিলেন। রোকেয়া ঘরে বসেই ভাইয়ের কাছ থেকে গোপনে বাংলা ও ইংরেজি শেখেন।
বেগম রোকেয়ার উল্লেখযোগ্য রচনা Sultana’s Dream, যা পরে বাংলায় ‘সুলতানার স্বপ্ন’ নামে অনুবাদ করা হয়। এটি একটি নারীবাদী সাহিত্য। তার অন্যান্য গ্রন্থগুলি হলো পদ্মরাগ, অবরোধবাসিনী, মতিচুর।
ছবিঃ সুলতানার স্বপ্ন বইয়ের প্রচ্ছদ |
১৯০৯ সালে সাখাওয়াত হোসেন মৃত্যুবরণ করেন। এর পাঁচ মাস পর রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল নামে ভাগলপুরে একটি মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করেন। ১৯১০ সালে সম্পত্তি নিয়ে ঝামেলার ফলে স্কুল বন্ধ করে তিনি কলকাতায় চলে আসেন।১৯১১ সালের ১৫ই মার্চ তিনি সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল পুনরায় চালু করেন।স্কুল পরিচালনা এবং সাহিত্যচর্চার পাশাপাশি জীবনের শেষ দিন পর্যন্ত রোকেয়া নিজেকে সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত রাখেন।
রোকেয়া সাখাওয়াত হোসেন স্মরণে বাংলাদেশ সরকার বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে পৈতৃক ভিটায় নির্মিত হয়েছে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র।
ছবিঃ বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র |
বাংলাদেশের রংপুর বিভাগের একমাত্র পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে 'রংপুর বিশ্ববিদ্যালয়' ৮ অক্টোবর ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০৯ সালে 'নারী জাগরণের অগ্রদূত' হিসেবে তার নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়টির নাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নামকরণ করেন। রোকেয়ার অবদানকে চিরস্মরণীয় করে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসনের জন্য "রোকেয়া হল" নামকরণ করা হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর |
তথ্যসূত্রঃ https://bn.wikipedia.org/wiki/
লেখাঃ আলমগীর কাইজার
No comments