কবিতা - বিভ্রান্ত ভালোবাসা

বিভ্রান্ত ভালোবাসা
-আলমগীর কাইজার

আমি প্রথায় বাঁচা বিজ্ঞানপ্রিয় মানুষ
বুকের পাঁজরে আমার একবুক ভালোবাসা কার জন্য?
বিজ্ঞানকে ভালোবাসি নাকি প্রচলিত অচল প্রথাকে?
নিজেই অবাক হই নিজের বিভ্রান্ত ভালোবাসা দেখে!

আমি তো বিজ্ঞানকেই বেশি ভালোবাসি
তবুও কেনো প্রচলিত প্রথার সাথে আমার সংসার?
আমিও সবার মতো একদিন সাংসারিক হই
বিজ্ঞানকে ভালোবাসলেও প্রচলিত প্রথাকে যত্ন করি।

আমিও গ্যালিলিওর মতো একাকীত্ব বোধ করি,
সচেতনভাবেই নিউটনের তৃতীয় সূত্র ব্যবহার করি,
আমি আশ্রয় নিই আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের কাছে
তবুও আমি সবার মতো বিজ্ঞানকে অবহেলা করি প্রতিদিন।

০২.১০.২০১৮

প্রতীকী ছবিঃ বিভ্রান্ত ভালোবাসা




















No comments

Powered by Blogger.