কবিতা - মানুষে মানুষে কোনো ভেদ নেই

মানুষে মানুষে কোনো ভেদ নেই
-আলমগীর কাইজার

মানুষে মানুষে কোনো ভেদ নেই,
না রঙে, না ঢঙে, না স্বাধীনতায়
যেখানে মানুষ মেশে আত্মার টানে
সেখানেই মিলেমিশে একাকার হয়।

একজন পক্ব মানুষ, আরেকজন অপক্ব
কোনো ছেদ নেই মস্তিষ্কের বাহিরে,
যতটুকু ভাগ হয় ততটুকু শুধু দর্শনে
জন্মায় সকলেই এক ও অভিন্ন মননে।

২৫.০৯.২০১৮
 আলমগীর কাইজার
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রংপুর


















No comments

Powered by Blogger.