কবিতা - অপ্রকাশিত ভালোবাসা

অপ্রকাশিত ভালোবাসা
-আলমগীর কাইজার

আজকাল নিজেকে আর অতো
আপন লাগে না,
সবচেয়ে কাছের বন্ধুটি
ঘাড়ে হাত রেখে বলে,
"তুই আর আমাকে আগের মতো
ভালোবাসিস না।"

আমিও বুঝতে পারি -
তাঁর প্রতি আমার ভালোবাসার প্রকাশ
আজ বড্ড কমে গেছে।
আজ নিজেকেই আর ভালোবাসি না,
লুকিয়ে রাখি নিজেকে নিজের মাঝে,
বুকের কোণে ভালোবাসার মাত্রা যে
কতটা প্রকট তা দেখানো যায় না,
কাউকে তা বোঝানো যায় না,
কাউকে ব'লে বোঝানোও সম্ভব না,
তবুও অনেককেই খুব ভালোবাসি
কখনো তা প্রকাশ করা হয়ে ওঠে না।

কিছু ভালোবাসা ভালোবাসায় থেকে যায়,
কিছু ভালোবাসা রাগের মাঝে প্রকাশ পায়
তেমনই কিছু ভালোবাসা ঝগড়ার অধিকার দেয়,
আমি ভালোবাসার কথা ব'লি আর না ব'লি
ভালোবাসা কিন্তু কমে যায় না,
বরং ঝগড়া-রাগ-দূরত্ব ভালোবাসাকে
আরও বেশি গভীর কোরে তোলে।
ভালো থেকো প্রিয়,
আমার বুকের সবটুকু ভালোবাসা নিও।
(সমাপ্ত)

29.01.2017
© আলমগীর কাইজার

No comments

Powered by Blogger.