কবিতা - শেষ কখনো শেষ হয় না

শেষ কখনো শেষ হয় না
-আলমগীর কাইজার 

ভেঙেচুরে সব শেষ হয়ে যায় 
তবুও কিছু স্মৃতি থেকে যায় সকলের অলক্ষ্যে, 
প্রকট দাগ রয়ে যায় মনের গভীরে প্রচ্ছন্ন হয়ে 
রক্তের দাগ মোছে না কখনো যতই হোক বিজয় উল্লাস।

একটি ভালো সংগ্রাম জরুরী এবং ভালো 
কিন্তু রক্তপাত নয়, নয় নিরীহ মানুষের আর্তনাদ 
লোকেরা এখন খুব শান্তিপ্রিয় 
কেউ আঘাত দেখতে চাই না কিংবা কান্না। 

শেষ কখনো শেষ হয় না, ঘুরে ফিরে আসে সব
যাকে তুমি আঘাত করো সেও তোমার মতো 
তারও তোমার মত অনুভূতি পৃথিবীর জন্য 
তারও সব আছে কিন্তু ভুল পথে ভেঙে গেছে সব।

ভেঙেচুরে শেষ করে লাভ নেই 
রক্তপাত চায় না কেউ, চায় না কেউ চোখের জল, 
এসো একটুকরো দেশ নিয়ে মিলেমিশে থাকি 
বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই আমরা সবাই।

© আলমগীর কাইজার
২১.১১.২০১৮

কবিতাটি সামহোয়্যার ইন ব্লগে পড়তে এখানে ক্লিক করুন

No comments

Powered by Blogger.