কবিতা - আমার কাছে প্রিয় ওরাই
আমি হলাম দুঃখের দুঃখী
তবু ভালোবাসি,
আমার কাছে প্রিয় ওরাই
যারা নরকবাসী।
তবু ভালোবাসি,
আমার কাছে প্রিয় ওরাই
যারা নরকবাসী।
কেনো আমি হাসি-খেলি?
কেনো ভালোবাসি?
কেনো আমি সুখ ছেড়ে
দুঃখে এসে ভাসি?
কেনো ভালোবাসি?
কেনো আমি সুখ ছেড়ে
দুঃখে এসে ভাসি?
কেনো আমি পাগল আমি
কচুরিপানায় মিশি,
আমি হলাম প্রেমিক-মানুষ
নয়তো সাধু-ঋষি।
কচুরিপানায় মিশি,
আমি হলাম প্রেমিক-মানুষ
নয়তো সাধু-ঋষি।
আমি হলাম প্রেমের পাগল
তাইতো ভালোবাসি,
ভালোবাসা যাদের বুকে
তারাই নরকবাসী।
তাইতো ভালোবাসি,
ভালোবাসা যাদের বুকে
তারাই নরকবাসী।
© আলমগীর কাইজার
২৩.১২.২০১৮
২৩.১২.২০১৮
No comments