কি এবং কী এর ব্যবহার
আমরা প্রায়ই ‘কি’ এবং ‘কী’ এর ব্যবহার ভুল করে থাকি। চলুন দেখে নিই কি এবং কী এর ব্যবহার–
‘কি' এর ব্যবহার:
১. যে সকল প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ অথবা ‘না’ এর মাধ্যমে দেয়া যায় সেসকল প্রশ্ন করতে ‘কি’ ব্যবহার করতে হবে।
যেমন:
প্রশ্ন: তুমি কি আমার সাথে যাবে?
উত্তর: হ্যাঁ/না।
প্রশ্ন: তুমি কি আমাকে ভালোবাসো?
উত্তর: হ্যাঁ/না।
এছাড়াও এমনকি, নাকি, কিসে, বৈকি প্রভৃতি শব্দে ‘কি’ বসবে।
‘কী’ এর ব্যবহার:
১. যে সকল প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ অথবা ‘না’ দিয়ে দেয়া যায় না বরং প্রশ্নের উত্তরে যদি বিশদ বিবরণ দিতে হয় এমন বাক্যে ‘কী’ ব্যবহার করতে হবে।
যেমন:
প্রশ্ন: তুমি কী চাও?
উত্তর: আমি একটা বই চাই।
প্রশ্ন: তুমি দুপুরে কী খেয়েছ?
উত্তর: করল্লা ভাজি, ডাল, ভাত।
২. বিস্ময়সূচক বাক্য, হর্ষ বিষাদ, ক্রিয়া বিশেষণ, বিশেষণ এবং বিশেষণের বিশেষণ বাক্যে ‘কী’ ব্যবহৃত হয়।
যেমন:
(ক) কী মজা!
(খ) কী সুন্দর দৃশ্য!
(গ) কীভাবে করবো?
© আলমগীর কাইজার
No comments