কবিতা - একাকী আমি
একাকী আমি কবিতা লিখি
একা থাকার শুদ্ধ উপায় খুঁজি,
পারি না, না কেউই একা থাকে না
দিনশেষে যদিও একা, তবুও কি একা?
একা থাকার শুদ্ধ উপায় খুঁজি,
পারি না, না কেউই একা থাকে না
দিনশেষে যদিও একা, তবুও কি একা?
একাকী আমি গল্প ব'লে যাই
যেখানে রাজা নেই, রাণী নেই, নেই প্রজা
আছে শুধু প্রেম, প্রেমিক, প্রেমিকা
আছে কামনা বাসনা আর শরীর।
যেখানে রাজা নেই, রাণী নেই, নেই প্রজা
আছে শুধু প্রেম, প্রেমিক, প্রেমিকা
আছে কামনা বাসনা আর শরীর।
একাকী আমি ছবি আঁকি
ছবির চোখে চোখ নেই, আছে লালসা
সারারাত জেগে থেকে দেখি সেই চোখ
দারুণ যন্ত্রণায় জাগি একা কিন্তু একা নয়।
ছবির চোখে চোখ নেই, আছে লালসা
সারারাত জেগে থেকে দেখি সেই চোখ
দারুণ যন্ত্রণায় জাগি একা কিন্তু একা নয়।
সাথে কেউ এসে যায় সবসময়
কেউ আসে, কেউ চলে যায়,
মন কাকে টানে মনের ঘরে জানি না
একাকী আমি স্বপ্ন এঁকে যাই।
কেউ আসে, কেউ চলে যায়,
মন কাকে টানে মনের ঘরে জানি না
একাকী আমি স্বপ্ন এঁকে যাই।
© আলমগীর কাইজার
০৯.০৪.২০১৯
০৯.০৪.২০১৯
আলমগীর কাইজার |
No comments