একদিন ঝড় থেমে যাবে - গানের লিরিক
একদিন ঝড় থেমে যাবে,
পৃথিবী আবার শান্ত হবে।
বসতি আবার উঠবে গড়ে,
আকাশ আলোয় উঠবে ভরে,
জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে
পৃথিবী আবার শান্ত হবে।
আজ অশান্ত দিন,
বেঁচে থাকা- আশা ক্ষীণ ,
তবু পথ চাওয়া অবিরাম।
ধূসর আকাশ আজ,
কাল নেবে বধু-সাজ
এই বিশ্বাসেই সংগ্রাম।
একঘেয়ে একটানা অভ্যেসে তাই,
গান গেয়ে স্বপ্ন বেচে যাই,
প্রশ্নেরা তবু শুধু, "কবে!!!??"
পৃথিবী আবার শান্ত হবে।।
দু'চোখ আষাঢ় হায়!
খরা আজ চেতনায়,
প্রত্যশা ফানুসে বদলায়।
ভাষা আর সেতু নয়,
ভাষা আজ অন্তরায়,
কাব্যেরা কাঁদে যন্ত্রণায় ।
এই শরশয্যায় আজ অর্জুন
নেভাতে এসে তৃষ্ণায় আগুন,
বহু প্রানে যদি মিশে যায় - তবে -
পৃথিবী আবার শান্ত হবে।
একদিন ঝড় থেমে যাবে,
পৃথিবী আবার শান্ত হবে।
গান : একদিন ঝড় থেমে যাবে
শিল্পী : নচিকেতা
এ্যালবাম : কে যায়
No comments