প্রবন্ধ - বাঁচার শক্তি
জানো, মানুষ কখন নেশার জগতে জড়িয়ে পড়ে? যখন একটা মানুষ তার পরিবার ও প্রিয়জনদেরকে নিজের মতো ক'রে পায় না কিংবা সম্পর্কে টানাপোড়েন চলে তখন সেই মানুষটি নেশার জগতে জড়িয়ে পড়ে।
জানো, মানুষ কখন আত্মহত্যার সিদ্ধান্ত নেয়? যখন একটা মানুষ নিজেকে পৃথিবীর বুকে খুব অপ্রয়োজনীয় মনে করে এবং নিজের কথাগুলো বলার মতো বা নিজের পাশে দাঁড় করানোর মতো কাউকেই পায় না তখন একটা মানুষ আত্মহত্যার সিদ্ধান্ত গ্রহণ করে।
শোনো, দিনশেষে প্রতিটি মানুষই অসহায়! কারোরই অলৌকিক শক্তি নেই। পৃথিবীর বুকে আমরা মূলত একে অন্যের শক্তি। আমরা যদি পরস্পরের দিকে সম্প্রতি হাত বাড়িয়ে দিই, প্রাণ খুলে ভালোবাসি, তবে আমাদের বেঁচে থাকা সহজ হয়ে যায়।
জানো, আমরা অন্যের শক্তিতে কিংবা ভালোবাসায় ভর ক'রে পথ চলি। অনেকসময় দেখা যায় আমি যার শক্তির উপর ভর ক'রে পথে হাঁটছি তার শক্তি আমার চেয়ে অনেক কম। কার শক্তি বেশি, কার শক্তি কম, এটা মূল বিষয় নয়। মূল বিষয় হলো পাশে দাঁড়ানোর মতো মানুষ দরকার।
জানো, আমরা মানুষেরা একসাথে বসবাস করলেও নিজের পথটা নিজেকেই হাঁটতে হয়। কেউ কারোর পথ কখনোই হেঁটে দেয় না। কিন্তু যেহেতু আমরা পথ হাঁটি অন্যের কথা ভেবে ভেবে, অন্যকে ভালোবেসে, তাই যে কেউ চাইলেই সহযাত্রী হতে পারে, কাঁধে হাত রেখে বলতে পারে– চিন্তা কোরো না, আমি তোমার সাথে আছি, তুমি পারবে।

জানো, ‘আমি তোমার পাশে আছি, তুমি পারবে’– এতটুকু বলতে পেশিশক্তির প্রয়োজন হয় না, মানসিক শক্তির প্রয়োজন হয়। পেশিশক্তি বড়ই দূর্বল, একদিন ভেঙে পড়ে। পেশিশক্তি আর রাজনৈতিক শক্তির কোনো বিশ্বাস নেই, কখন কার ঘাড়ে চলে যাবে বলা যাবে না। তবে মানসিক শক্তি খুবই শক্তিশালী, মানসিক শক্তির জোর থাকলে পৃথিবীতে অনেককিছুই সম্ভব।
জানো, আজকাল পাশে দাঁড়ানোর মানুষের খুব অভাব। সবাই ব্যস্ত। সবাই নিজের গল্প শোনাতে চায়, অন্যের গল্প শোনার মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।
শোনো, পৃথিবীতে প্রায় সাড়ে সাতশো কোটি মানুষ আছে। পৃথিবীর বুকে পথ চলতে একজন মানুষের এতো মানুষের প্রয়োজন নেই, পাশে দাঁড়ানোর মতো এবং কাঁধে হাত রাখার মতো একটি মানুষ থাকলেই যথেষ্ট আর যদি সাড়ে সাতজন মানুষ থাকে তাহলে তো অনেক বেশি।
© আলমগীর কাইজার
২৭.০৫.২০১৯
জানো, মানুষ কখন আত্মহত্যার সিদ্ধান্ত নেয়? যখন একটা মানুষ নিজেকে পৃথিবীর বুকে খুব অপ্রয়োজনীয় মনে করে এবং নিজের কথাগুলো বলার মতো বা নিজের পাশে দাঁড় করানোর মতো কাউকেই পায় না তখন একটা মানুষ আত্মহত্যার সিদ্ধান্ত গ্রহণ করে।
শোনো, দিনশেষে প্রতিটি মানুষই অসহায়! কারোরই অলৌকিক শক্তি নেই। পৃথিবীর বুকে আমরা মূলত একে অন্যের শক্তি। আমরা যদি পরস্পরের দিকে সম্প্রতি হাত বাড়িয়ে দিই, প্রাণ খুলে ভালোবাসি, তবে আমাদের বেঁচে থাকা সহজ হয়ে যায়।
জানো, আমরা অন্যের শক্তিতে কিংবা ভালোবাসায় ভর ক'রে পথ চলি। অনেকসময় দেখা যায় আমি যার শক্তির উপর ভর ক'রে পথে হাঁটছি তার শক্তি আমার চেয়ে অনেক কম। কার শক্তি বেশি, কার শক্তি কম, এটা মূল বিষয় নয়। মূল বিষয় হলো পাশে দাঁড়ানোর মতো মানুষ দরকার।
জানো, আমরা মানুষেরা একসাথে বসবাস করলেও নিজের পথটা নিজেকেই হাঁটতে হয়। কেউ কারোর পথ কখনোই হেঁটে দেয় না। কিন্তু যেহেতু আমরা পথ হাঁটি অন্যের কথা ভেবে ভেবে, অন্যকে ভালোবেসে, তাই যে কেউ চাইলেই সহযাত্রী হতে পারে, কাঁধে হাত রেখে বলতে পারে– চিন্তা কোরো না, আমি তোমার সাথে আছি, তুমি পারবে।
জানো, ‘আমি তোমার পাশে আছি, তুমি পারবে’– এতটুকু বলতে পেশিশক্তির প্রয়োজন হয় না, মানসিক শক্তির প্রয়োজন হয়। পেশিশক্তি বড়ই দূর্বল, একদিন ভেঙে পড়ে। পেশিশক্তি আর রাজনৈতিক শক্তির কোনো বিশ্বাস নেই, কখন কার ঘাড়ে চলে যাবে বলা যাবে না। তবে মানসিক শক্তি খুবই শক্তিশালী, মানসিক শক্তির জোর থাকলে পৃথিবীতে অনেককিছুই সম্ভব।
জানো, আজকাল পাশে দাঁড়ানোর মানুষের খুব অভাব। সবাই ব্যস্ত। সবাই নিজের গল্প শোনাতে চায়, অন্যের গল্প শোনার মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।
শোনো, পৃথিবীতে প্রায় সাড়ে সাতশো কোটি মানুষ আছে। পৃথিবীর বুকে পথ চলতে একজন মানুষের এতো মানুষের প্রয়োজন নেই, পাশে দাঁড়ানোর মতো এবং কাঁধে হাত রাখার মতো একটি মানুষ থাকলেই যথেষ্ট আর যদি সাড়ে সাতজন মানুষ থাকে তাহলে তো অনেক বেশি।
© আলমগীর কাইজার
২৭.০৫.২০১৯
No comments