প্রবন্ধ - বিনোদন ও পার্কের কী প্রয়োজন
আমি করতে পারিনি, তুমি কেনো করবে? জানো, আমরা ভীষণ হিংসুক জাতি। নিজে যেটা করতে পারিনি, সেটা অন্য কেউ করলে পা ধরে টানি। কোনো ছেলে বা মেয়ে প্রেম করছে আবার ভালো রেজাল্টও করছে এটা আমরা সহ্য করতে পারিনা (নিজে পারিনি যে)। ক্লাস ফাঁকি দিয়ে পার্কে গেছে মানে ওরা সব নষ্ট হ'য়ে গেছে!
আরে ভাই, কেউ যদি প্রেম করেও ভালো কিছু করতে পারে করুক না। ওরা খুন, ধর্ষণ, দুর্নীতি এসব তো করছে না, পার্কে বসে গল্প করছে। যে ছেলে বা মেয়েটাকে পরিবার, সমাজ, রাষ্ট্র কেউ-ই সময় দেয়নি, সে নিজের মতো নিজের পছন্দের মানুষের সাথে সময় কাটাক, কেনো আমরা বাঁধা দেবো? স্বাভাবিক কাজে বাঁধা দিলে মানুষ খারাপ কাজে লিপ্ত হয়।
আমরা যে যেটাই বলি, মানুষের বিনোদনের প্রয়োজন আর কিছু ভালো কাজের প্রয়োজন যা মানুষকে ভালো রাখবে, খুব প্রয়োজন। দেশে শুদ্ধ সংস্কৃতি চর্চা নেই (আগেও ছিলো না), ভালো সিনেমাহল নেই (যা আছে গরিবের নাগালের বাইরে), ভালো সিনেমা নেই, শুদ্ধ সুন্দর নাটক নেই, ভালো বই নেই (যা আছে অনেক দাম), ভালো কবিতা নেই। আবার ছেলেমেয়েরা যে রাজনীতি করবে তারও উপায় নেই, সমাজ রাজনীতিকে খারাপ চোখে দ্যাখে। ছেলেমেয়েরা তবে কী নিয়ে ব্যস্ত থাকবে?
ইদানিং দেশে ভালো ভালো কিছু পার্ক হয়েছে, ছেলেমেয়েরা বসে থাকে, গল্প ক'রে। পার্কে যারা যায় তাদের সবাই খারাপ, এটা ভাবা ঠিক নয়। পার্কে যারা যায় তাদের অধিকাংশই গরিব মধ্যবিত্ত পরিবারের, ঘরের ভিতর পার্টি দেওয়ার মতো টাকা ওদের নেই। যাদের টাকা আছে তারা পার্কে যায় না, তারা বন্ধ ঘরে লাল-নীল আলোয় পার্টি দেয়। সেই পার্টিতে হার্ড ড্রিংকস থাকে, নারী-পুরুষের অবাধ বিচরণ থাকে। গরীব ছেলেমেয়েদের এসব সাধ্যি নেই, তারা কিন্তু বন্ধুদের ওসব পার্টি দূর থেকেই দ্যাখে। মানুষ বৈষম্য মেনে নিতে পারে না, তাই নিজের মতো পৃথিবী তৈরি করে, সেই পৃথিবীতে বাঁধা দিলে খারাপ কিছু সংগঠিত হতে পারে।
যারা সুন্দরের স্বপ্ন দ্যাখো, তাঁরা জানো, একদিন আমাদের দেশেও সব হবে। ভালো সিনেমাহল থাকবে, ভালো সিনেমা থাকবে, পৃথিবীর সব ভালো বই হাতের নাগালে আসবে, ভালো সংস্কৃতি চর্চা হবে, ছেলেমেয়েরা রাজনীতি করবে, সামাজিক সংগঠন করবে, বই মেলা করবে (অন্যান্য মেলাও করবে), কবিতা লিখবে, বড়ো বড়ো প্রবন্ধ লিখবে আর সুন্দর জীবনের স্বপ্ন দেখবে। আর সেই দিনটির সূচনা হোক পার্কের ঘাসে, খোলা আকাশে, মুক্ত বাতাসে বসে (হার্ড ড্রিংকসের গ্লাস হাতে লাল-নীল আলোর ভিতর দেখা স্বপ্ন কখনো সুন্দর হতে পারে না)।
© আলমগীর কাইজার
১৮.০৭.২০১৯
No comments