অণুকাব্য - এখনও বলছি

এখনও বলছি,
আগেও বলেছি বহুবার;
তোমাকে ছেড়ে থাকা সহজ নয়,
তোমাকে ছেড়ে থাকা মানে
কষ্টকে বুকে নিয়ে 
ভালো থাকার অভিনয়। 

© আলমগীর কাইজার 
১৪.০৭.২০১৯

এখনও বলছি 

No comments

Powered by Blogger.