ওরে বাবা, ওটা কেরে! (কবিতা)
ওরে বাবা, ওটা কেরে!
- সুনির্মল বসু
ওরে বাবা, ওটা কেরে, চেহারা বিকট,
কোন মতলবে এলো আমার নিকট?
তোফা ছিনু একা একা ঘরের ভিতর,
হঠাৎ এলো কে ওটা, কোন সে ইতর?
ধ্বক-ধ্বক চোখে যেন আগুন ঝরায়,
লক-লকে জিভে খালি লাল যে গড়ায়,
আড়-চোখ বারে বারে ঘুরিছে পাজীর,
মনে হয় যমদূত স্বয়ং হাজির।
মিট মিটে হাসি হেসে ভুরূটি বাঁকায়,
মুখখানা কেলে-হাঁড়ি যেন আবলুস,
ফেটে যেন পড়ে ওরে রূপের জলুস।
নোখগুলো খাড়া যেন কাঠি সে ঝাঁটার।
সারাগায়ে ভরা লোম--কালচিটে রং,
উড়ে এসে জুড়ে বসে উজবুক সং।
বন্ধু বলে বোধ ওরে হয় না ও-ভাই,
এখনি সুযোগ পেলে করিবে জবাই।
ভাগ্যে এই টব ছিল ঘরের মাঝার,
নইলে মোটেই রক্ষা ছিলনা আজ আর।
টবের ও পাশে গিয়ে দাঁড়াই দু'পায়,
এ-ছাড়া এখন কোনো দেখিনা উপায়।
No comments