তুমি খুব সাধারন একটি মেয়ে (লিরিক)

তুমি খুব সাধারন একটি মেয়ে,
তোমাকে বেসেছি ভালো।
চিন্তায় চেতনায় তুমি যে আমার,
দুই নয়নের আলো।

নাকে নেই ফুল, কানে নেই দুল,
গলাতে নেই কোনো হার,
পরো নাকো টিপ, মাখো না কাজল,
দেখিছি তোমায় যতবার।
অতি সাধারন এই রূপ তোমার,
আমার এই মন রাঙালো।
তুমি খুব সাধারন একটি মেয়ে।

আমার এ কথা,আমার এই গান,
তোমাকে নিয়ে লিখেছি,
ভালোবাসা কী, ভালো লাগা কী,
তোমার কাছেই শিখেছি,
তোমার মনের গভীরতায়,
আমার এই মন হারালো।
তুমি খুব সাধারন একটি মেয়ে,
তোমাকে বেসেছি ভালো,
চিন্তায় চেতনায়, তুমি যে আমার,
দুই নয়নের আলো।
তুমি খুব সাধারন একটি মেয়ে।


গানঃ তুমি খুব সাধারণ   
গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল   
শিল্পীঃ মনির খান  
সিনেমাঃ দুই নয়নের আলো  



তুমি খুব সাধারন একটি মেয়ে

No comments

Powered by Blogger.