তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল (লিরিক)

তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল
নাকি তোমার মন
আমি জীবন বেধেছি, মরণ বেধেছি
ভালবেসে সারাক্ষন ,
ভালবেসে সারাক্ষন।

তুমি কেনো এত ভয় ভয় করো
আসো না আমার আছে
তুমি তো জানো না কত কথা
এই অন্তরে জমা আছে, অন্তরে জমা আছে।

সাত পাঁচ ভেবে ফিরে যাই আমি
আসি না তোমার কাছে
নিন্দুকেরই কলঙ্ক হার
পাও যদি তুমি পাছে, পাও যদি তুমি পাছে।

আমি তোমার জন্য সয়ে যাব শত 
নিন্দারই দংশন, নিন্দারই দংশন।
তুমি আর আমি কাহিনী হব
বাংলার ঘরে ঘরে
মিলনে বিরহে পাশাপাশি রব
হাজার বছর ধরে, হাজার বছর ধরে
দুটি হৃদয়ে বয়ে যাবে নদী
কত না উজান ভাটি
আকাশে বাতাসে ধ্বনিত হবে
এই প্রেম চির খাঁটি, এই প্রেম চির খাঁটি।
আমি তোমাকে হারালে অবিরাম হবে দুচোখে বরষা, দুচোখে বরষা।



গানঃ তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল
শিল্পীঃ সুবীর নন্দী ও অনুপমা মুক্তি 
কথাঃ গাজী মাজহারুল আনোয়ার
সিনেমাঃ হাজার বছর ধরে


তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল




1 comment:

  1. গানটা আমার খুব প্রিয়।

    ReplyDelete

Powered by Blogger.