মা শব্দটা আছে ব’লে (কবিতা)
এখনো গভীর রাতে ঘুম ভেঙে যায়
এখনো বিছানার চাদরে মানচিত্র হয়
এখনো অভিমানে চোখের জলে বালিশ ভেজে
এখনো ভয়ংকর স্বপ্নে ঘুম ভেঙে মা ব’লে ডাকি।
এখনো মা ছাড়া আর কারো কাছে
নিরাপত্তা কিংবা ভরসা পাই না।
এই যে তোমাদের কতশত দল
এতো সংগঠন, এতো সভা-সমিতি
এতো এতো সৈন্যবল তোমাদের!
আমি তোমাদের সাথে মিশে থাকি ঠিকই
কিন্তু ভরসা পাইনা, নিরাপত্তা পায় না।
অথচ মা শব্দটা আমাকে নিরাপত্তা দেয়
মা শব্দটা আমাকে শক্তি যোগায়
মা শব্দটা আমাকে বলে– ‘বাবা আমি আছি।’
মা শব্দটা আছে ব’লে
শতবার ভেঙে যাওয়ার পরেও
আমি আবার উঠে দাঁড়াই।
© আলমগীর কাইজার
১২.১০.২০১৯
No comments